Logo
Logo
×

জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস মাহমুদের যোগদান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস মাহমুদের যোগদান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস মাহমুদ। ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে সরকারের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ যোগদান করেছেন। সোমবার নতুন কর্মস্থলে যোগ দিলে তাকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।

নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় মিলিত হন।

এ সময় আনিস মাহমুদ ই-নথি চালু, পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা ও বিধি-বিধানের আলোকে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া সবাইকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে নতুন কর্মপরিকল্পনায় কাজ শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত মহাপরিচালক। 

গত বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা আনিস মাহমুদ ১৯৯১ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় এসিল্যান্ড, ইউএনও, এডিসিসহ নেত্রকোণা ও খুলনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ইসলামিক ফাউন্ডেশন নতুন ডিজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম