জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম।
রোববার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১১টার পরপরই মনোনয়নপত্র জমা দেন তিনি। একই সময় দলের আরেক প্রার্থী নূরুন নাহার বেগমও মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র তুলে দেন।
পরে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, আমি চেষ্টা করব জনগণের পাশে থাকার, জাতীয় সংসদে জনগণের কথা তুলে ধরার। আমাদের তো জনগণের পাশে থাকতে হবে। আমরা ভালো কাজকে অবশ্যই ভালো বলব। যেটা ভালো কাজ নয়, সেটি সংসদে আমরা তুলে ধরব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। ওই হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ২টি পেয়েছে দলটি। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। একাধিক প্রার্থী না থাকায় সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরই বৈধ প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। সবমিলিয়ে জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য দাঁড়াচ্ছে ১৩ জনে।
অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, আমরা কেন অলংকার হব? আমরা তো বিরোধী দলের সদস্য। আমরা সব সময় সমালোচনাটাই করব। আমাদের তো জনগণের পাশে থাকতে হবে। আমরা ভালোকে অবশ্যই ভালো বলব। যেটা ভালো না, সেটি আমরা তুলে ধরব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মানের ক্ষেত্রে লড়াই করাটা খুব আনন্দের। যদি আজকে সরাসরি সংসদ-সদস্য নির্বাচিত হতে পারতাম, আমার মনটা অনেক বড় হতো। আমি আনন্দ পেতাম খুব বেশি। আমি তো লড়াই করেছি, সেটাই আমি নিয়ে নেব যে আমি জয়ী হয়েছি।