Logo
Logo
×

জাতীয় পার্টি

জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব নয়: জিএম কাদের

Icon

রংপুর ব্যুরো ও লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১০:১৫ পিএম

জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব নয়: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব করবে না। অতীতে দাসত্ব করেনি, ভবিষ্যতেও করবে না। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

শনিবার বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যারা নানাভাবে দুর্নীতি-অনিয়ম করছে তাদের রক্ষা করছে। বায়ু দূষণে বাংলাদেশ চ্যাম্পিয়ন, দুর্নীতিতেও এ সরকার চ্যাম্পিয়ন। বায়ু দূষণে ফুসফুসে রোগের হার বাড়ছে। এরকম ঝুঁকিতেই আমরা বাস করছি। 

সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান আদিল এমপি, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান, পীরগঞ্জ উপজেলা সদস্য সচিব নুরে আলম যাদু, কেন্দ্রীয় সদস্য মোকাম্মেল হক চৌধুরী, সদর উপজেলা সদস্য সচিব মাসুদার রহমান মিলন, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাহবুবুর রহমান বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও যুব সংহতি, ছাত্রসমাজ, শ্রমিক পার্টি, ওলামা পার্টি, কৃষক পার্টি, সাংস্কৃতিক পার্টি, স্বেচ্ছাসেবক পার্টিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জিএম কাদের লালমনিরহাট সফরে যান। সেখানে দুপুরে তিনি সদর উপজেলার কালমাটি দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও ঢাকনাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জিএম কাদের ঢাকনাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এলে শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

অনুষ্ঠানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য জিএম কাদের শিগগিরই লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু হচ্ছে বলে জানান। 

এ ছাড়া সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন ও মহেন্দ্র নগর এলাকার বিভিন্ন সড়কের পাকাকরণের কাজ উদ্বোধন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম