
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম
শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৩ পিএম

আরও পড়ুন
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান।
বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আমরা ভেবেছিলাম চীনের ওপর ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করায় দেশে বিনিয়োগ বাড়বে।এখন আমাদের ওপরও শুল্ক বসিয়েছে। আমরা বলেছি, এত শুল্ক থাকলে আমাদের দেশে বিনিয়োগ আসবে না।
বৈঠকে ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান দ্রুতই সরকারের পক্ষ থেকে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
সানেম’র নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আমরা বলেছি- সরকারকে দ্রুতই একটা ইতিবাচক বার্তা দিতে। আমরা কিছু পরামর্শও দিয়েছি কিভাবে দ্রুত এসব পদক্ষেপ নেওয়া যায়।