Logo
Logo
×

অন্যান্য

৩৭তম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাছবীর-নাছিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৪ পিএম

৩৭তম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাছবীর-নাছিম
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা প্রশাসনের কার্যালয় ঢাকায় (সংযুক্তি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার মো. তাছবীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বিয়ামে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আংশিক এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাসপিয়া তাসরিন।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত মো. কায়েসুর রহমানকে যুগ্ম সম্পাদক ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাংশায় কর্মরত মো. আমিনুল ইসলামকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে বলা হয়, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম