‘নারীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন’

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয়, অন্যান্য সব সেক্টরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। রপ্তানি বাণিজ্যের আরএমজি সেক্টরে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
শনিবার বিকালে টঙ্গী টেশিস শিল্প সংস্থার মাঠে কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানেও ১১ জন নারী শহিদ হয়েছেন। সহস্র নারী আহত হয়েছেন। আমাদের অসংখ্য মায়েরা তাদের সন্তান হারিয়েছেন। সর্বোচ্চ ত্যাগ করে দেশের জন্য যেসব নারীরা পুরুষের পাশাপাশি লড়াই করে যাচ্ছেন, আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এতে আরও বক্তব্য দেন যুগ্ম সচিব আমিনুল ইসলাম, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।