Logo
Logo
×

অন্যান্য

শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম

শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা

শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা।মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।তারা এবার পেতে যাচ্ছেন শহিদের মর্যাদা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম