Logo
Logo
×

জাতীয়

বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা, যা বললেন ফারুকী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম

বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা, যা বললেন ফারুকী

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা করার প্রশ্নই আসে না। কারণ বই ছাপার আগে পুলিশ বা অন্য কারও ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন ঢালিউড নির্মাতা।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিটের ওপর দাঁড়িয়ে আছে। এই স্পিরিটের অন্যতম হচ্ছে— মতপ্রকাশের স্বাধীনতা। ফলে বই ছাপার আগে পুলিশ বা অন্য কারও নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটি গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান এ উপদেষ্টা।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য বলে রাখা ভালো— বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না। সরকার মতপ্রকাশ ও লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ফারুকী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম