Logo
Logo
×

শেষ পাতা

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

কাল শুরু দ্বিতীয় পর্ব

Icon

যুগান্তর প্রতিবেদন, টঙ্গী

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

তাবলিগের শীর্ষ মুরুব্বিদের বয়ান ও মুসল্লিদের নফল ইবাদত, তাসবিহ-তাহলিল, জিকির-আসগারের মধ্য দিয়ে শনিবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এদিকে আগামীকাল শূরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

তাবলিগের ইমান, নামাজ, ইকরামুল মুসলেমিনসহ ৬ উসূলের ওপর শনিবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশিদের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এ বয়ান বঙ্গানুবাদ করেন বাংলাদেশের মাওলানা উবাইদুর রহমান। ইজতেমা ময়দানে এবারও যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত ময়দানে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচ মুসল্লির মৃত্যু হলো।

বয়ানে যা বলা হয় : বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। মাওলানা খোরশিদ ইমান, আমল, আখলাক, জাহান্নাম, জান্নাত ও দাওয়াতের ওপর গুরুত্বপূর্ণ বয়ান রাখেন। তিনি বলেন, দুনিয়া হলো ধোঁকার জায়গা। দুনিয়ার হায়াতে জিন্দেগিটা হলো ধোঁকার সামগ্রী। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে থাকে। দুনিয়ার আসবাব ও শয়তানের ধোঁকার রাজত্ব থেকে বেঁচে আখেরাতের দিকে মনোনিবেশ করতে হবে। আমাদের সবাইকে দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে আখেরাতের প্রশস্ত রাস্তাকে অবলম্বন করতে হবে।

৬৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে : হাবিবুল্লাহ রায়হান বলেন, শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে ৬৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়েছে। বিয়ে পরিচালনা করেন মাওলানা জুহাইরুল হাসান। তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ানমঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।

আখেরি মোনাজাতে নিরাপত্তা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, আখেরি মোনাজাতকে কেন্দ করে বিশেষ নজরদারিতে থাকবে ইজতেমা ময়দান। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে হকারদের দিকে লক্ষ রাখতে হবে। তারা ব্যাগে কিংবা ঝুড়িতে করে কি নিয়ে আসে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হবে। বিদেশি খিত্তার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজরদারি রয়েছে।

যান চলাচল বন্ধ থাকবে : মুসল্লিদের সুবিধার্থে শনিবার রাত ১২টার পর থেকে আখেরি মোনাজাত পর্যন্ত টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম।

আরও ২ মুসল্লির মৃত্যু : ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে হবিগঞ্জ জেলা সদরের রামনগর গ্রামের জজ মোহাম্মদের ছেলে রমিজ উদ্দিন (৫৫) ও শুক্রবার রাতে একই জেলার বাহুবল থানার রাঘবপুর গ্রামের মৃত নওয়াব উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৬০) মারা যান।

ইজতেমায় মামুনুল হক ও হাসনাত আবদুল্লাহ : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন। শনিবার বিকাল পৌনে ৪টায় ময়দানের বিদেশি মেহমানদের গেট দিয়ে প্রবেশ করেন তারা। এ সময় তাদের অভ্যর্থনা জানান শূরায়ি নেজামের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। পরে ময়দান পরিদর্শন করেন এবং মুসল্লিদের খোঁজখবর নেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব মোহাম্মদ রায়হান আহমেদ, যুগ্ম-সংগঠক মাহমুদুর রহমান রিফাত ও শেখ সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেনাপোল দিয়ে আসেন ভারতীয় মুসল্লিরা : বেনাপোল প্রতিনিধি জানান, আখেরি মোনাজাতে অংশ নিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা আসছেন বাংলাদেশে। বেনাপোল দিয়ে তিন দিনে ২২০ জন মুসল্লি বাংলাদেশে এসেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম