Logo
Logo
×

জাতীয়

মেলার বইয়ের অনুমোদন নিয়ে কথা হয়নি : ডিএমপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯ এএম

মেলার বইয়ের অনুমোদন নিয়ে কথা হয়নি : ডিএমপি

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলায় প্রকাশের আগে পাণ্ডুলিপিতে পুলিশের অনুমোদন লাগবে— এমন কোনো সিদ্ধান্ত বা পরামর্শ দেওয়া হয়নি বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শনিবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা উপলক্ষ্যে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

এতে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে এ ব্যাপারে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়। 

ডিএমপি বলছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখনীর মতো সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। অতএব, বর্ণিত বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার হতে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হলো।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম