Logo
Logo
×

অন্যান্য

শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও চেষ্টা চলছে : ডিবিপ্রধান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম

শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও চেষ্টা চলছে : ডিবিপ্রধান

জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও তাদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মলি­ক।

শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

রেজাউল করিম বলেন, পিচ্চি হেলাল বা ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপের যেই থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসব। এরই মধ্যে এসব গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে শীর্ষ সন্ত্রাসীদের ট্রেস করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডিবিপ্রধান বলেন, কোনো সন্ত্রাসীই আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের আইনের আওতায় আনার জন্য সক্রিয় রয়েছি।

তিনি আরও বলেন, ঢাকাসহ সারা দেশে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করণীয় পুলিশ তা করছে। ছিনতাইকারীদের ধরতে ডিবির স্পেশাল টিমগুলো দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। আমরা শিগগিরই সুফল পাব। 

এর আগে ডিবি পুলিশের কয়েকটি অভিযানে আসামি গ্রেফতারের তথ্য তুলে ধরে রেজাউল করিম মলি­ক বলেন, ২৮ জানুয়ারি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় শুক্রবার পটুয়াখালী থেকে কিং মাহফুজ গ্র“পের প্রধান মাহফুজ সরকারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকিরা হলেন, জাহিদুল ভ‚ঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া। তাদের রাজনৈতিক পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার সঙ্গে যারই সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় নিয়ে আসব।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম