Logo
Logo
×

অন্যান্য

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জামীল, মহাসচিব মাইকেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জামীল, মহাসচিব মাইকেল
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আবদুল্লাহ। 

শনিবার সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মো. শাহিদুর রহমান, কমিশনার মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও মফিজুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়। 

নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রমজান খান, সহসভাপতি আবদুল বারী, আফসানা বেগম, আশ্রাফুল ইসলাম, আরিফুর রহমান, আবু তালেব, মুনিরুল হাসান এবং ওসমান গনি মন্ডল।

যুগ্ম মহাসচিব হয়েছেন গোলাম মোর্তজা, শাহিন আলম ও জাহাঙ্গীর আলম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মামুন বাবর মিরোজ ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন।

কোষাধ্যক্ষ হয়েছেন রিয়াজুল ইসলাম, যুগ্ম-কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক এসএম আদনান নোমান, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক খায়রুল বাশার ভুইয়া পাভেল, প্রচার প্রকাশনা সম্পাদক রায়হান মিয়া, যুগ্ম-প্রচার প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, কল্যাণ সম্পাদক এসএম আবু মুসা, দপ্তর সম্পাদক আলী আজগর, যুগ্ম-দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন, আইন সম্পাদক তৌহিদুল ইসলাম, আইসিটি সম্পাদক মকছু মিয়া, সম্পাদক খিদমত আজমল হোসেন, যুগ্ম-সম্পাদক খিদমত জাহিদুর রহমান ও রায়হান হাবীব এবং মহিলা সম্পাদক উম্মে সালমা।

নির্বাহী সদস্যরা হলেন- শেখ কাওসার আহমেদ, অহিদুল ইসলাম, হাফিজা হাকিম রুমা, ইমরুল খোরশেদ, শাহজাহান আলী, শাহীন আলী, ফয়সাল বিন সালেহ, আসিফ নেওয়াজ, তানিয়া সুলতানা, মশিউর রহমান ও আবদুর রহমান।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম