Logo
Logo
×

অন্যান্য

এআইজি মহিউদ্দিন ফারুকী বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

এআইজি মহিউদ্দিন ফারুকী বরখাস্ত

রাঙামাটির বেতবুনিয়ায় পিএসটিএস’র পুলিশ সুপার ও পুলিশ সদর দপ্তরের এআইজি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় ১৩ নভেম্বর বেতবুনিয়া থেকে ফারুকীকে গ্রেফতার করা হয়। তাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ওইদিন থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষত ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লে­খ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ‘ক্রসফায়ারের কারিগর র‌্যাবের কসাই খ্যাত মহিউদ্দিন ফারুকীর ফাঁসি চাই’ শীর্ষক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম