শিক্ষা কমিশন গঠন না করায় অবাক হয়েছি: বাংলা একাডেমির ডিজি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
![শিক্ষা কমিশন গঠন না করায় অবাক হয়েছি: বাংলা একাডেমির ডিজি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/17/Untitled-12-67619f43aef32.jpg)
বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আজম বলেছেন, অবাক হয়ে লক্ষ্য করছি, সরকার অনেক কমিশন গঠন করেছে। কিন্তু শিক্ষা কমিশন করেনি। যদিও শিক্ষা সংস্কারে কমিশন গঠন খুবই জরুরি ছিল। সরকার যেকোনো কারণে হোক, এটা করেনি। কিন্তু করতে হবে। কারণ শিক্ষার মানোন্নয়নে এটাই একমাত্র উপায়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কাউন্সিল ফর দ্য রাইটস অব একাডেমিয়া আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষাঙ্গনে একাডেমিক অধিকার লঙ্ঘন : প্রতিকারে নীতি সুপারিশ’- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক বিস্ময় প্রকাশ করে অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন ও শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি জানান।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, আমরা রাষ্ট্রের সংস্কার চাই। রাষ্ট্র সংস্কারের এক নম্বর ব্যাপার হলো শিক্ষা সংস্কার করা। আশা করছি, এ ব্যাপারে সরকার উদ্যোগ নেবে।
কাউন্সিল ফর দ্য রাইটস অব একাডেমিয়ার সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশতাক খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম প্রমুখ।