
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:০৬ এএম
সিইসির সঙ্গে তুরস্কের সাবেক তিন এমপির সাক্ষাৎ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

আরও পড়ুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে তুরস্কের সাবেক তিনজন সংসদ-সদস্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তারা এ সাক্ষাৎ করেন। এ সময় ইসির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।
প্রতিনিধি দলটি ইতোমধ্যে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে। তারই অংশ হিসাবে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি তা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেছে। কিভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। একটি সুন্দর নির্বাচনের জন্য তারা পরামর্শমূলক সহায়তার আশ্বাস দিয়েছেন। তাদের নির্বাচনি ব্যবস্থা কিভাবে এত সুন্দর হলো আমরা জানতে চেয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি। তারা উত্তর দিয়েছেন।
তিনি জানান, বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরাও ভোটের সম্ভাব্য সময়সীমার বিষয়ে কথা বলিনি।