সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৬ বছর। নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান।
নির্বাচন কর্মকর্তারা জানান, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন স ম জাকারিয়া। রাজধানীর নিকুঞ্জ এলাকার মসজিদে বাদ জোহর তার জানাজা হওয়ার কথা। পরিবারের সিদ্ধান্ত পেলে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ।
উল্লেখ্য, স ম জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল নির্বাচন কমিশন সচিব হন। ২০০৬ সালের ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনার হওয়ার পর এক বছর দায়িত্ব পালন করে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পুরো কমিশনের সঙ্গে তাকে বিদায় নিতে হয়।