Logo
Logo
×

অন্যান্য

ধামরাই-বরিশাল সাবেক মেয়রসহ ২ শতাধিক জনের বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪০ এএম

ধামরাই-বরিশাল সাবেক মেয়রসহ ২ শতাধিক জনের বিরুদ্ধে মামলা

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৯২ জন এবং বরিশালে সাবেক মেয়র, প্যানেল মেয়রসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে এ দুটি মামলা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

ধামরাই (ঢাকা) : সাবেক উপজেলা ও ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানসহ ১৯২ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ধামরাই থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি করেন টাঙ্গাইল জেলার ঘাটাইলের কাঁঠাল শিমুল গ্রামের মোহাম্মদ জালাল তালুকদারের ছেলে মোহাম্মদ জুয়েল তালুকদার। তিনি বর্তমানে ধামরাই পৌর শহরের নতুন দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ৫ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজোর নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাদী গুলিবিদ্ধ হয়েছিলেন।

বরিশাল : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ৪৬ কর্মকতা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। মহানগর বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার এ মামলা করেন নগর ভবনের পানি শাখার উপসহকারী প্রকৌশলী রেজাউল কবির। বিচারক আল-ফয়সাল অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে বিসিসি। ওইদিন র‌্যালি নিয়ে সদর রোডে আসেন বাদী। তখন কর্মসূচির উদ্বোধনকালে তৎকালীন মেয়র সাদিক আবদুল্লাহর শরীরে ড্রেনের ময়লা পানি ছিটকে পড়ে। এতে সাদিক আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে তার নাকের ওপর সজোরে ঘুসি দেন। এতে বাদী রেজাউল কবির রাস্তায় লুটিয়ে পড়লে অন্য আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেন তাকে। এরপর তাকে রাস্তায় ফেলে চলে যান। তখন এ বিষয়ে কোনো মামলা করলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ বাদীর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম