Logo
Logo
×

অন্যান্য

বাংলা একাডেমিকে ১৬ দফা সংস্কার প্রস্তাবনা বৈষম্যবিরোধী প্রকাশক সমিতির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:৫৫ এএম

বাংলা একাডেমিকে ১৬ দফা সংস্কার প্রস্তাবনা বৈষম্যবিরোধী প্রকাশক সমিতির

ফাইল ছবি

আগামী বছরের অমর একুশে বইমেলাকে আরও মানসম্পন্ন, সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বাংলা একাডেমিকে ১৬ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি। 

সমিতির নেতারা জানান, বাঙালির সৃজন ও মননের প্রতিষ্ঠান বাংলা একাডেমিকে বিগত ১৫ বছর যাবত ফ্যাসিবাদ চর্চার অন্যতম স্থান হিসাবে তৈরি করা হয়। এ কারণে দালাল প্রকাশক ও দালাল লেখকদেরকে কমিটি থেকে বাদ দিতে হবে। 

রোববার সকালে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে প্রস্তাবনাগুলো লিখিতভাবে দেন সমিতির নেতারা। প্রস্তাবনাগুলো হলো অমর একুশে বইমেলা ২০২৫-এর মূল থিম জুলাই গণ-অভ্যুত্থানের আলোকে করা, মেলায় ৫০ শতাংশ স্টল ভাড়া কমানোর পাশাপাশি সব স্টল একই ধরনের প্যাটার্নে তৈরির ব্যবস্থা করা, মেলা কমিটিসহ বিভিন্ন কমিটিতে সমানুপাতিক হারে প্রকাশক প্রতিনিধি রাখার পাশাপাশি বিভিন্ন কমিটিতে সাংস্কৃতিক সংগঠন বা সরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিনিধির সংখ্যা কমাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সূচীপত্রের সাঈদ বারী, সাধারণ সম্পাদক আবিষ্কার প্রকাশনীর দেলোয়ার হাসান, সিনিয়র সহ-সভাপতি হাসি প্রকাশনীর হেলাল উদ্দিন, সহ-সভাপতি জাগৃতির রাজিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজী প্রকাশনীর শরীফুল হক শাহজী প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম