Logo
Logo
×

অন্যান্য

আওয়ামী লীগ ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী: আনু মুহাম্মদ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ পিএম

আওয়ামী লীগ ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী: আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী। জনগণকে শুধুমাত্র কিছু দৃশ্যমান উন্নয়ন দেখিয়েছে। পরবর্তীতে কী হতে পারে, সেটা তারা ভাবেনি।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ২২২নং কক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদ নিয়ে বোঝাপড়া’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

জবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক ‘চিন্তক’ এই সেমিনারটির আয়োজন করে।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘আমাদের টাকায় বিভিন্ন উন্নয়ন যা হয়েছে, সে বিষয়ে আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। কত টাকায় হওয়ার কথা কত টাকায় হলো- সেটাও জানার বা প্রশ্ন করার অধিকার ছিল না আমাদের। তাদের কথা একটাই ছিল বঙ্গবন্ধুর কন্যার দ্বারা কোনো ক্ষতি হবে না। আমরা যেকোনো আন্দোলনে যাই বলতাম তারা শুধু তাই বলতো।’

তিনি বলেন, ‘আমরা বিগত বছরগুলোতে যে নির্বাচন দেখেছি- তা কোনো নির্বাচন ছিল না। এটা ছিল একটা স্বৈরাচারী ব্যবস্থা। তাছাড়া আমরা যখন দুর্নীতি, গুম, খুন নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতাম, তখন তারাও স্বীকার করতো বিষয়গুলো। কিন্তু ব্যবস্থাটা এমন ছিল যে এর বিরুদ্ধে কারো কিছু বলার ছিল না। কারণ, এসব কার্যক্রম একটি স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে আটকে ছিল।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সতর্ক করতাম, তারা শুধু এটাই বলতো যে বঙ্গবন্ধুর কন্যার দ্বারা ক্ষতিকর কিছু হবে না।’

অনুষ্ঠানে অংশ নিয়ে মাসিক সাম্যবাদের সম্পাদক ডা. জয়দ্বীপ ভট্টাচার্য বলেন, ‘ফ্যাসিবাদ আসলে একটা ব্যবস্থা। এটা শুধু একটা দলের কাজ নয়। এখানে বিভিন্ন অনুষঙ্গের মাধ্যমে এই ধরনের একটি ব্যবস্থা গড়ে উঠে। বাংলাদেশে আওয়ামী লীগের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট, ভারতীয় সাম্রাজ্যবাদ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম