Logo
Logo
×

অন্যান্য

এবার সুলভ মূল্যে ট্রাকে করে সবজি-খাদ্যসামগ্রী বিক্রি শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পিএম

এবার সুলভ মূল্যে ট্রাকে করে সবজি-খাদ্যসামগ্রী বিক্রি শুরু

জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকে বিক্রি হচ্ছে সবজি ও খাদ্যসামগ্রী। ছবি: সংগৃহীত

রাজধানীতে এবার ট্রাকে করে সবজি ও খাদ্যসামগ্রী বিক্রি শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর।বাজারের নিয়মিত মূল্যের বিকল্প হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সবজি ও খাদ্যসামগ্রী (যেমন- ডিম, করলা, লাউ, পটল, পেঁয়াজ, পেঁপে, মিষ্টি কুমড়া ও মুলা) বিক্রি শুরু হয়েছে। এই পণ্যগুলো বাজারের নিয়মিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দামে বিক্রি করা হচ্ছে, যা ক্রেতাদের বড় সংখ্যায় আকৃষ্ট করছে।সুলভ মূল্যে এসব প্রয়োজনীয় পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

এদিকে গতকাল (বুধবার) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য- ভোজ্যতেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রামে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি- তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহ করা চাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তী সময়ে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে। বিক্রয় কার্যক্রম বৃহস্পতিবার সকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ী থেকে উদ্বোধন করা হবে।

সেক্ষেত্রে ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা করে কিনতে পারবে। একজন ক্রেতা ভোজ্যতেল সর্বোচ্চ দুই লিটার, মশুর ডাল ২ কেজি ও চাল সর্বোচ্চ ৫ কেজি করে কিনতে পারবেন।

মূল্যস্ফীতি পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসার আগ পর্যন্ত টিসিবির এই কার্যক্রম বাড়ানো হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম