Logo
Logo
×

অন্যান্য

বৃহস্পতিবার থেকে আরও ৭০ ট্রাকে বিক্রি হবে টিসিবি পণ্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম

বৃহস্পতিবার থেকে আরও ৭০ ট্রাকে বিক্রি হবে টিসিবি পণ্য
এক কোটি ফ্যামেলি কার্ডধারীদের মাঝে ভোজ্যতেল ও ডাল ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই কার্যক্রম বৃদ্ধি করতে বৃহস্পতিবার থেকে আরও ৭০ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। সেক্ষেত্রে রাজধানীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকে- চাল, ডাল ও তেল বিক্রি করা হবে। 

বুধবার সরকারি এই সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য- ভোজ্যতেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রামে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি- তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহ করা চাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তী সময়ে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে। বিক্রয় কার্যক্রম বৃহস্পতিবার সকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ী থেকে উদ্বোধন করা হবে।

সেক্ষেত্রে ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা করে কিনতে পারবে। একজন ক্রেতা ভোজ্যতেল সর্বোচ্চ দুই লিটার, মশুর ডাল ২ কেজি ও চাল সর্বোচ্চ ৫ কেজি করে কিনতে পারবেন।
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম