এন্ডোস্কোপির সময় মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার প্রমাণ মিলেছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত ফেব্রুয়ারি মাসে রাহিব রেজা নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ‘চিকিৎসায় অবহেলার’ প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এক্ষেত্রে মূল দায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীলের।
রাহিদ রেজা নামে ওই রোগী রাজধানীর স্টার্টিক ইঞ্জিনিয়ারিং নামক একটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজার ও আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও তিন বছর বয়সি কন্যা শিশু রয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তার অধীনেই এন্ডোস্কোপি করা হয়। পরে কার্ডিয়াক অ্যারেস্ট হলে রাহিদ রেজাকে গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটাই ল্যাব-এইডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সেসময় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের জন্ম দেয়।হাসপাতালগুলোতে এন্ডোস্কোপির হার এবং প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে।সূত্র: বিবিসি