নটর ডেম কলেজে পাসের হার ৯৯.৯৪, জিপিএ-৫ পেল ২৬১৮
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পিএম
নটর ডেম কলেজে এবারের পাশের হার ৯৯.৯৪ শতাংশ। বেড়েছে জিপিএ-৫। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
অভিভাবকরা জানান, তাদের সন্তানেরা শিক্ষকদের তত্ত্বাবধায়নে পড়ার জন্য যথেষ্ট সময় পেয়েছেন। শিক্ষকরাও ছিলেন আন্তরিক। সব মিলে উভয়ের পরিশ্রমে ভালো ফলাফল সম্ভব হয়েছে।
এক অভিভাবক জানিয়েছেন, কেরানীগঞ্জে নিজের বাসা থাকলেও ছেলের লেখাপড়ার সুবিধার্থে কলেজের কাছাকাছি বাসা ভাড়া নিয়ে আছি। আমি চেয়েছিলাম ছেলেরা মানুষ হোক। আজ পরীক্ষার রেজাল্ট অনলাইনে আগেই পেয়েছিলাম। আমার ছেলে এবং তার বন্ধুদের ফলাফলও ভালো। তাই সবার সঙ্গে দেখা করতে এলাম, তাদের আনন্দও দেখতে এলাম।
কলেজ সূত্র জানা যায়, নটর ডেম কলেজে এবারের পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৬৯জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। আর পাস করেছেন ৩ হাজার ২৬১ জন। পাশের হার ৯৯.৯৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৬১৮জন।
গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৫২০ জন এবং পাশের হার ছিল ৯৯.৫৬ শতাংশ। সে হিসেবে এবার পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছরের তুলনায় এবার ৯৮ জন জিপিএ-৫ বেড়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৯৭জন পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪০ জন, আর অকৃতকার্য হয়েছেন ৬ জন। বাণিজ্য বিভাগে পান করেছেন ৭৫২ জন এবং অকৃতকার্য হয়েছেন ২ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৭৬ জন। মানবিক বিভাগ থেকে পাশ করেছেন ৪১২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২০২ জন।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী-৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে বাকি পরীক্ষাগুলো বাতিল হয়। সূচি অনুযায়ী-মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাতিল হয়।