Logo
Logo
×

অন্যান্য

পবিপ্রবিতে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Icon

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পিএম

পবিপ্রবিতে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। অপরদিকে রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এক অফিস আদেশ দিয়ে রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

শিগগিরই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে পবিপ্রবি আইনের ধারা ৪৭ (৫) মোতাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে গত ১৪ আগস্ট একটি অফিস আদেশ দেওয়া হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম