Logo
Logo
×

অন্যান্য

পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করলেন পাট উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম

পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করলেন পাট উপদেষ্টা

রাজধানীর দুই সুপারশপে গিয়ে পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহার করতে ক্রেতাদের উদ্বুদ্ধ করলেন পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সেখানে তিনি ক্রেতাদের হাতে পাটের তৈরি ব্যাগ তুলে দেন। একই ব্যাগ বারবার ব্যবহারেরও অনুরোধ জানান। 

তিনি বলেন, ১ নভেম্বর থেকে পলিথিনের ব্যবহার বন্ধে ২০১০ সালে যে আইন পাশ করা হয়েছিল, সেই আইনের বাস্তবায়ন শুরু হবে। ওই আইন বাস্তবায়ন হলে পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধ হবে। 

মঙ্গলবার রাজধানীর গুলশানে ‘ইউনিমার্ট’ ও ‘স্বপ্ন’ সুপারশপে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় ইউনিমার্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহীন মাহমুদ বলেন, পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ সরকারের সাহসী ও মহৎ উদ্যোগ। আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে চাই। এর মধ্য দিয়ে সোনালী আশ আবার ফিরে আসবে বলে আশা করছি। 

এ দুই সুপারশপ পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা ও এএনএম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম