গণভবনের জিনিসপত্র ফেরত দিতে প্রধান উপদেষ্টার অনুরোধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
গণভবনের জিনিসিপত্র নিয়ে যাচ্ছেন জনগণ
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা গণভবনে ঢুকে গণভবনের জিনিসপত্র লুটে নিয়ে যান।
গণভবন থেকে নিয়ে যাওয়া সব জিনিসপত্র সরকারি দপ্তরে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন আহবান জানান প্রধান উপদেষ্টা।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৬২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ হাজার।
ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পড়েই গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীসহ হাজার হাজার সাধারণ জনগণ। গণভবনে ঢুকে যে যার যার মতো করে গণভবনে ব্যবহৃত জিনিসপত্র নিজের মতো করে নিয়ে যান।