নবম পে কমিশন গঠনসহ ৫ দাবি সরকারি কর্মচারীদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
নবম পে কমিশন গঠনসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বৈষম্যহীন নবম বেতন কমিশনের ঘোষণা চাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে প্রজাতন্ত্রের কর্মচারীদের ১০ ধাপে বেতন নির্ধারণসহ ৯ম বেতন কমিশন গঠন, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, শতভাগ পেনশন ভাতা পুনর্বহালের দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ।
সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, যেখানে রাষ্ট্রের প্রশাসনিক পদে সর্বোচ্চ বেতন ২ লাখ টাকা, সেখানে একজন কর্মচারীর বেতন মাত্র ১৫ হাজার টাকা। বেতন কাঠামোতে এত বৈষম্য নেপাল, শ্রীলংকাতেও নেই। তাই বেতন বৈষম্য বিরোধী দাবির আলোকে কর্মচারীদের পদ-পদবি, আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।