ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েন ১১
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ এএম
ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েন ১১ বাংলাদেশি। শেষ পর্যন্ত তাদের ভারতীয় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে আলিপুর আদালতে পাঠিয়েছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন থেকে উদ্ধার করা ১১ বাংলাদেশির বাড়ির খুলনায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা।
আটক ১১ জনের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায় দালাল। শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।