Logo
Logo
×

অন্যান্য

তিন বিসিএসের ৬ জনকে ক্যাডার পদে নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১০:০২ পিএম

তিন বিসিএসের ৬ জনকে ক্যাডার পদে নিয়োগ

তারা বিসিএসে (বাংলাদেশ সিভিল সার্ভিস) উত্তীর্ণ। শুধু রাজনৈতিক পরিচয়ের মিথ্যা অজুহাত তুলে তাদের নিয়োগ বঞ্চিত করা হয়। বিগত সরকারের সময় নিয়োগ না পাওয়া ২৮তম, ৩৫তম এবং ৪২তম বিসিএসের ৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। 

জারি করা আদেশে বলা হয়, ২৮তম ও ৩৫তম এবং ৪২তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে এই ৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫টি বিসিএসে বাদ পড়া ২৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। একই দিনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত ২৫৯ জনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম