Logo
Logo
×

অন্যান্য

চাকরি গেল মিথিলা-রুমা-অপর্ণার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:৫১ পিএম

চাকরি গেল মিথিলা-রুমা-অপর্ণার

বিদেশে বাংলাদেশের চার মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চুক্তি বাতিল হওয়া চারজন হলেন- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের দুই কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা (সাংবাদিক মিথিলা ফারজানা) ও অপর্ণা রাণী পাল এবং কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগের হিড়িকের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল হচ্ছে। এ ছাড়া চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম