Logo
Logo
×

অন্যান্য

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

শনিবার দুপুরে ঢামেকে আহতদের দেখতে যান তিনি। 

ঢামেক থেকে বেরিয়ে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, ‘সহিংসতায় যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তারা সবাই চিকিৎসাসেবা পাচ্ছে। ডাক্তারেরা আন্তরিকভাবে চেষ্টা করছেন। কিছু সমস্যা থাকবেই, কারণ অনেক কিছুর সংকট আছে। সেগুলো আমাদের বুঝতে হবে।’ 

তিনি বলেন, ‘ছাত্রদের দিক থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা ওরা ঘোষণা দেবে। সেটা হচ্ছে, স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করতে বলছে। তাহলে ওই সময় যারা আহত হয়েছে, তাদের আলাদা করা যাবে। ঢাকা মেডিকেল তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।’ 

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘তবে আরেকটা জরুরি ব্যবস্থা নিতে হবে। কিন্তু একটা ঘাটতি আছে, যদি বার্ন ইউনিটের সঙ্গে ক্যাজুয়ালটি মেলানো যায় তাহলে অনেক কিছু করতে পারবে। সবাইকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু সময় দিতে হবে। উপদেষ্টা পরিষদের সঙ্গে এসব বিষয় নিয়ে বসে কথা বলব। স্বাস্থ্যসেবাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে স্পেশালাইজড কেয়ার ইউনিট করা সম্ভব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম