ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন একেএম সহিদ উদ্দিন। যিনি প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার সহিদ উদ্দিনকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে গতকাল (বুধবার) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান।
২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান বিতর্কিত এই এমডি।
তাকসিম এ খান গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। দুর্নীতি-অনিয়মসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।তবুও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে এমডি পদে তাকে রাখা হয়।যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।