Logo
Logo
×

অন্যান্য

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১০:০৯ পিএম

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা রাজপথে অবস্থান নিয়েছিলেন। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, কাওরানবাজার, তেজগাঁও বিটাক, কাফরুল বিভিন্ন পয়েন্টে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের অবস্থান ছিল। 

রোববার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংগঠন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়- ঢাকায় স্মার্ট প্যানেলের মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে সাবেক সচিব ভাইস চেয়ারম্যান কেএম মোজাম্মেল হক, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, আবদুল করিম সরকার, আবুল কাসেম, মো. শাহজাহান, নুর ইসলাম মোল্লা, এ বি সিদ্দিক মোল্লা, মুক্তিযোদ্ধা টাওয়ারের সাধারণ সম্পাদক আবু শহীদ বিল্লাহ বকুল, মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নাজির আহমেদ চৌধুরী মাকছুদ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সবার সঙ্গে দেখা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টাঙ্গাইলে কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, নারায়ণগঞ্জে কমান্ডার মো. আলী, ময়মনসিংহে কমান্ডার মো. আবদুর রব, ফরিদপুরে কমান্ডার মো. আবুল ফয়েজ, গাইবান্ধায় মাহমুদুল হক শাহজাদা, নরসিংদীর কমান্ডার মোতালিব পাঠান, ব্রাহ্মণবাড়িয়ায় হারুন রশীদ, ফেনীতে কমান্ডার আবদুল মোতালেব, গোপালগঞ্জে সবেদ আলী, মৌলভীবাজার কমান্ডার জামাল উদ্দিন, যশোর কমান্ডার মাজহারুল ইসলাম মন্টু চট্টগ্রাম আহমেদ হোসেন, মীরসরাইয়ে কবির আহমেদ, দিনাজপুরে মোসাদ্দেক হোসেন বাবলু, সিরাজগঞ্জে মো. শফীসহ জেলা-উপজেলায় স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা রাজপথে ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম