Logo
Logo
×

অন্যান্য

যথেষ্ট হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি: সাবেক সেনাপ্রধান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

যথেষ্ট হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি: সাবেক সেনাপ্রধান

ইকবাল করিম ভূঁইয়া। ফাইল ছবি

‘যথেষ্ট হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি’- এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে। এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের ওপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেফতার ও নির্যাতন এখনই বন্ধ করুন।’

এর আগের দিন আরেক পোস্টে (ইংরেজি এবং বাংলায়) তিনি লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৈষম্যবিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করছি।’

এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম