প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৭ পিএম
নিহত আবু সাঈদ। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় পৌঁছেছেন কোটাবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র নিহত আবু সাঈদের পরিবার। বর্তমানে তারা রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থান করছেন বলে জানা গেছে।
রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি বলেন, নিহত সাঈদের পরিবারকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা হচ্ছে। এখনো সময়সূচি নির্ধারিত হয়নি।
পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, আজ (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে ঢাকায় রওনা দেয় আবু সাঈদের পরিবার। বর্তমানে তাদের রাজারবাগ পুলিশ লাইনসে রাখা হয়েছে।
এদিকে নিহত আবু সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বেরোবি কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টায় শিক্ষকদের একটি দল তার নিজ বাড়ি পীরগঞ্জে গিয়ে তার বাবা-মায়ের হাতে ওই আর্থিক সহায়তার ব্যাংক চেক তুলে দেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ ও গোলাগুলির সময় নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।