দোষীদের চিহ্নিত করার দাবি অর্থনীতি সমিতির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৭:০৬ পিএম
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে দুর্বৃত্তদের হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অর্থনীতি সমিতি আশা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে এবং তাদের যথাযথ বিচারের আওতায় আনা হবে। তবে এই বিচার প্রক্রিয়ায় যেন কোনো নির্দোষ-নিরাপরাধী কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়।
সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশে সাধারণ শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে আন্দোলন চলাকালে স্বার্থান্বেষীদের দ্বারা রাষ্ট্রীয় সম্পদে ধ্বংসলীলা চালানো হয়। এই আন্দোলন ও ধ্বংসলীলা চালাকালে অনেক মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি।
সব রকম গুজব ও সম্ভাব্য সন্ত্রাসী ঘটনা সম্পর্কে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।