গ্যাস সংকটে দেশে সার সংকট হবে না: শিল্পমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:৫৯ পিএম
দেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষ্যে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার দুপুরে নরসিংদীর পলাশে নির্মিত সার কারখানাটির নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের গ্যাসের কিছুটা অভাব রয়েছে। সার কারখানাগুলোর র-মেটারিয়াল গ্যাস সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারছি না। সেকারণে আমাদের উৎপাদন কিছুটা কম বা বিলম্বিত হচ্ছে। বিদেশ থেকেও আমাদের সার আমদানি করতে হয়।
তিনি বলেন, পলাশে আমরা এ আধুনিক সার কারখানাটি স্থাপন করেছি। সবার যৌথ প্রচেষ্টায় আজ বৃহৎ এই সার কারখানাটি শতভাগ উৎপাদনে গেছে। সার কারখানাগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা গেলে আর কোনোদিন আমাদের বিদেশ থেকে সার আমদানি করতে হবে না। এককথায় সারের জন্য আমাদের আর বিদেশের ওপর নির্ভরশীল হতে হবে না।