Logo
Logo
×

অন্যান্য

কোটাবিরোধীদের উদ্দেশে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১০:২৯ পিএম

কোটাবিরোধীদের উদ্দেশে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোটাবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। 

তিনি বলেন, পুলিশ আপনাদের বন্ধু। আপনারা ভবিষ্যৎ প্রজন্ম। আপনারা দেশকে নেতৃত্ব দেবেন। আপনাদের ধৈর্য, আপনাদের জ্ঞান- সবকিছুই থাকতে হবে। আপনারা যদি এভাবে রাস্তায় বসে পড়েন, তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। আপনার বাবা-মা, আত্মীয়স্বজনও সেই দুর্ভোগে পড়বে। 

বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

কেউ যেন উসকানি দিয়ে ছাত্রদের ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান ও মেধায় যেন স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। এর জন্য আমরা সব ধরনের চেষ্টা করছি। পিছিয়ে পড়া মানুষদের জন্য মাঝেমধ্যে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এখন এটা নিয়ে আদালত একটা নির্দেশনা দিয়েছেন। ফলে সবকিছুই হচ্ছে। তাদের আমরা ধৈর্যধারণ করতে বলব। 

প্রশ্ন ফাঁসকারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে আগেও কঠোর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী দিনেও থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম