Logo
Logo
×

অন্যান্য

আরাভ খানের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য ২১ জুলাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৫:১৩ এএম

আরাভ খানের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য ২১ জুলাই

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের আগামী ২১ জুলাই ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

এদিন তার জেরা শেষ হওয়ায় ২১ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন আদালত। এ মামলার চার্জশিটভুক্ত ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আরাভ খান বাদে মামলার অন্য আসামিরা হলেন, সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এর মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম