স্থানীয় সরকারের দুই শতাধিক পদে ভোটের তফশিল ঘোষণা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম
স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠান- জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দুই শতাধিক পদে আগামী ২৭ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার পৃথকভাবে এই তফশিল ঘোষণা করে ইসি।
১৯৫টি ইউনিয়ন পরিষদ, ২৩টি জেলা পরিষদ ও পাঁচটি পৌরসভার বিভিন্ন পদে ভোট হবে ওই দিন। এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনও অনুষ্ঠিত হবে একই দিনে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ জুলাই। আপিল নিষ্পত্তি ৯ জুলাই। মনোনয়নত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। ভোটগ্রহণ ২৭ জুলাই।
এদিকে নির্বাচনের তফশিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে ইসি।