Logo
Logo
×

অন্যান্য

দুরন্ত টিভিতে আসছে চলপড়ি’র বই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১২:৫০ এএম

দুরন্ত টিভিতে আসছে চলপড়ি’র বই

দুরন্ত টিভির শিশুতোষ অনুষ্ঠান ‘রঙ বে রঙের গল্প’ এর ২৮তম সিজনে প্রচারিত হবে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চলপড়ি’র বইয়ের গল্প। আগামী আগস্ট মাস থেকে সম্প্রচারে যাওয়ার কথা রয়েছে নতুন এ সিজনটির।

সম্প্রতি চলপড়ি’র প্রতিষ্ঠাতা জেরীন মাহমুদ হোসেন ও বারিন্দ মিডিয়া লিমিটেডের পরিচালক অভিজিৎ চৌধুরী এ ব্যাপারে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। চলপড়ি’র ডিজিটাল লাইব্রেরি বইঘর-এর ছবি ওয়ালা বইয়ের গল্প ব্যবহার করে বর্তমানে অ্যানিমেটেড এ  সিরিজটি নির্মাণের কাজ চলছে।

প্রচারিত হতে যাওয়া বইগুলোর মাঝে চলপড়ি’র নিজস্ব গল্প ছাড়াও রয়েছে শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ ও ‘একটি কুৎসিত প্রাণী’ গল্প দুটি। গল্প দুটির জন্য ছবি এঁকেছেন ইশরাত জাহান শাইরা ও আহসান হাবিব। বাকি সবগুলো মৌলিক গল্পই তৈরি করা হয়েছে চলপড়ি’র এডুকেশন টিমের তত্ত্বাবধানে। সবগুলো বই সম্পাদনার দায়িত্বে ছিলেন সালজার রহমান ও শিল্প নির্দেশনা দিয়েছেন সাইফ মাহ্মুদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম