গ্রামপুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের দাবি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৯:২৯ পিএম

গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের গ্রেডভিত্তিক বেতন-ভাতা না থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে জাতীয়করণের এই এক দফা দাবি জানানো হয়।
এ সময় বক্তৃতা করেন বঙ্গবন্ধু আদর্শ গ্রামপুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল মিয়া, কার্যকরী সভাপতি মো. সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আর্শেদ আলী, প্রচার সম্পাদক কৃষ্ণ ধন চৌধুরী প্রমুখ।
লাল মিয়া বলেন, বর্তমানে প্রায় ৪৭ হাজার গ্রামপুলিশ কর্মরত রয়েছেন। তারা মাত্র সাড়ে ৬ হাজার টাকা করে বেতন পান। পরিবার-পরিজন নিয়ে এই টাকা দিয়ে চলা অত্যন্ত কষ্টসাধ্য। তাই বঙ্গবন্ধুর দেওয়া গ্রামপুলিশ সদস্যদের পে-স্কেল প্রজ্ঞাপন বাস্তবায়ন ও সরকারের ২০১১ সালের জাতীয়করণ গেজেট বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।