Logo
Logo
×

অন্যান্য

জনগণের সম্পৃক্ততা ছাড়া মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: মন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৮:০১ পিএম

জনগণের সম্পৃক্ততা ছাড়া মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: মন্ত্রী

জনগণকে উদ্বুদ্ধ করে তাদের সম্পৃক্ততা ছাড়া বিশ্বের কেউ এককভাবে মশা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

মো. তাজুল ইসলাম বলেন, আমরা মশা সম্পর্কে জনগণকে প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছি। যেকোনো কাজ করতে হলে আমাদেরকে সমন্বয় করে করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ রয়েছে, মশা নিয়ন্ত্রণে আমরা সবাই সমন্বয় করে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ করা এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সমবায় মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সবাইকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেড়েছে।বাংলাদেশ এখন ৩৩তম অর্থনীতির দেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম