Logo
Logo
×

অন্যান্য

‘বাস বে’ ছাড়া দাঁড়ালেই মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:৫৫ এএম

‘বাস বে’ ছাড়া দাঁড়ালেই মামলা

যানজটের অন্যতম পয়েন্ট মহাখালী এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরেছে। ট্রাফিক পুলিশের উদ্যোগে এ এলাকায় যানজট কমে এসেছে।

দেখা গেছে, বুধবার সকাল থেকেই মহাখালীতে যেখানে সেখানে বাস দাঁড়ানো ও যাত্রী ওঠানো-নামানো বন্ধ রয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবীরাও। যানচলাচল শৃঙ্খলার স্বার্থে মহাখালীর সামনের সড়ক পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। বাসগুলোকে শৃঙ্খলায় আনতে মহাখালীতে নতুন করে ইনকামিং সড়কে একটি ‘বাস বে’ চালু করা হয়েছে। ‘বাস বে’ ছাড়া দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো যাত্রীবাহী বাস। কোনো কোনো ক্ষেত্রে মামলা দেওয়া হচ্ছে।

ট্রাফিক গুলশান দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এএসএম হাফিজুর রহমান জানান, মহাখালীকেন্দ্রিক যানজট নিরসনে গত ৬ মে মহাখালী বাস টার্মিনালের পরিবহণ ও শ্রমিক নেতাদের সঙ্গে ট্রাফিক গুলশান বিভাগ বৈঠক করে। বৈঠকে বেশকিছু সমস্যা চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ৭ মে থেকে শক্ত অবস্থানে নামে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল মোমেন জানান, বর্তমান ডিএমপি কমিশনারের অন্যতম প্রধান উদ্যোগ হলো সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসন করা। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম