Logo
Logo
×

অন্যান্য

সড়ক ও মহাসড়ক  নসিমন করিমন ভটভটি চলাচল  বন্ধে নোটিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:৪৭ এএম

সড়ক ও মহাসড়ক  নসিমন করিমন ভটভটি চলাচল  বন্ধে নোটিশ

সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য ৭ দিন সময় দিয়ে কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। বুধবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ নোটিশ দেন।

তিনি জানান, সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট পিটিশন করে। শুনানি শেষে আদালত যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাটের সড়ক-মহাসড়কে এসব বাহন চলাচল বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে আদালতের রায়ের নির্দেশনা ভঙ্গ করে যারা রাস্তায় এসব বাহন পরিচালনা করবে তাদের বিরুদ্ধে মোটরযান আইনে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া রায়ে প্রতি তিন মাস পরপর অগ্রগতি প্রতিবেদন আদালতে এফিডেভিড আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং মামলাটি চলমান রাখেন আদালত। সেই পরিপ্রেক্ষিতে ডাকযোগে পুলিশ সুপার যশোর, খুলনা, ঝিনাইদাহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাটসহ হাইওয়ে পুলিশের ডিআইজিকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ আইনজীবী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম