Logo
Logo
×

অন্যান্য

জনসেবা করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম

জনসেবা করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মানুষের সেবায় কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। কথা কম বলে অসুস্থ মানুষের সেবা আমাদের করে যেতে হবে। 

শনিবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত আরও বলেন, এ দেশকে নিয়ে বঙ্গবন্ধু অনেক স্বপ্ন দেখতেন। দেশকে স্বাধীন করতে তিনি ২৩ বছর লড়াই-সংগ্রাম করেছেন। তার স্বপ্নের দেশ স্বাধীন হলে তিনি স্বপ্নের মতো করে সাজানোর সুযোগ পাননি। মাত্র তিন বছরের মতো সময় তিনি হাতে পেয়েছিলেন। নয় মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলেও দেশে তেমন কোনো সম্পদ ছিল না। দুর্ভিক্ষপীড়িত দেশের দায়িত্ব নিয়ে তিনি সব খাতে কাজ শুরু করেন। স্বাস্থ্য খাতের সব ভালো উদ্যোগগুলো জাতির পিতাই শুরু করেছিলেন। তিনি শুরু করলেও দেশের কুচক্রী মহলের কারণে সেগুলো সেভাবে বাস্তবায়ন হয়নি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। এজন্য মুখে বড় বড় কথা বললে হবে না, আমাদের কাজ করে দেখাতে হবে। ঈদের পর থেকে তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আবারও মাঠে নামব। প্রয়োজনে প্রত্যন্ত গ্রামগঞ্জে যাব। দেশের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে যা যা করা দরকার তাই করা হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিএসএমএমইউ’র ভিসি ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, স্বাস্থ্যসেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (অতিরিক্ত সচিব) প্রমুখ বক্তব্য দেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম