Logo
Logo
×

অন্যান্য

প্রথম দিনেই এক্সপ্রেসওয়ের এফডিসি এক্সিট র‌্যাম্পে তীব্র যানজট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম

প্রথম দিনেই এক্সপ্রেসওয়ের এফডিসি এক্সিট র‌্যাম্পে তীব্র যানজট

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি গেট সংলগ্ন এক্সিট র‌্যাম্প (নিচে নামার রাস্তা) দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম দিনেই তীব্র যানজট লেগে যায়।

বুধবার দুপুর ২টার পর এই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর যানজট না লাগলেও বিকাল ৫টার পর গাড়ির চাপ বেড়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

আধাঘণ্টা পরই হাতিরঝিল-এফডিসি মোড় থেকে যানজট লেগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর পর্যন্ত চলে যায়।  

ফেসবুকের ট্রাফিক এলার্ট গ্রুপে পোস্ট দিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরে থাকা অসংখ্য ব্যক্তিগত গাড়ির চালক ও যাত্রীরা।  তারা জানান, তেজগাঁও পর্যন্ত যানজটে আটকে আছেন। সেখান থেকে বের হতে প্রতিটি গাড়িকে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগছে।

এর আগে সকালে এই এক্সিট র‌্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই অংশের দৈর্ঘ্য ১ দশমিক ৫ কিলোমিটার। 

এই অংশ উদ্বোধন শেষে এটিকে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। 

বিমানবন্দর-বনানী থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গাড়িগুলো এফডিসি মোড় নেমে তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার ও কারওয়ানবাজার দিকে যায়। এফডিসি অংশের র‌্যাম্প শেষ হয়েছে মহানগর হাঁস-মুরগি বাজারজাতকরণ সমবায় সমিতির লিমিটেড ভবনের সামনে। এর প্রায় ১২০ মিটার দূরেই হাতিরঝিল-এফডিসি মোড়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম