বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ পুলিশের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:৩১ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে ডিভিশন প্রাঙ্গণে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পক্ষ থেকে পথশিশুদের মাঝে খাবার ও উপহারসামগ্রী বিতরণ করেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার ড. হুমায়রা পারভীন।
অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল থেকেই ডিভিশন প্রাঙ্গণ মুখর ছিল পথশিশুদের পদচারণায়। নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ভিএসসি) ইয়াসমীন সাইকা পাশা ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।