Logo
Logo
×

অন্যান্য

বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে গিয়ে প্রাণ গেল ব্যাংকারের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম

বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে গিয়ে প্রাণ গেল ব্যাংকারের

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌছে দিতে গিয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান। শুক্রবার সকালে উপজেলার ডিমজাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজারের কমলগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেটকার চাপায় কুঞ্জ বালা মৃধা নামের চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ চা শ্রমিকেরা। এছাড়া চার স্থানে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে ভ্যানচালকসহ দুজন, বগুড়ার সারিয়াকান্দিতে কৃষক, সিলেটে যুবক এবং চট্টগ্রামের পটিয়ায় বাইকআরোহী রয়েছেন। যুগান্তর প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় ভ্যানচালক আবুল কালাম হাওলাদার নিহত হয়েছেন। শুক্রবার ভোরে কুতুবখালীতে এই দুর্ঘটনা ঘটে। কালামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামে। নারায়ণগঞ্জ সদরের তল্লা এলাকায় থাকতেন তিনি এবং যাত্রাবাড়ী এলাকায় ভ্যানে মালামাল বহনের কাজ করতেন। ভোরে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অপরদিকে বৃহস্পতিবার রাতে বনানীর কাকলী এলাকায় রাস্তা পারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী শাহজাহান তালুকদার নিহত হয়েছেন। শাহজাহান পেশায় দর্জি ছিলেন। তিনি কাকলী এলাকায় টেইলার্সে কাজ করতেন। থাকতেন পুরান ঢাকার গেন্ডারিয়া তাঁতিবাড়ি এলাকায়। 

কমলগঞ্জ (মৌলভীবাজার) : নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা। শুক্রবার বিকালে উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

মহাদেবপুর (নওগাঁ) : নিহত আব্দুল মান্নান নিয়ামতপুর উপজেলার জিনপুর ছাতড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি যশোর বেনাপোল এলাকায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্রে মোটরসাইকেলে ছোট বোনকে পৌঁছে দিতে গিয়ে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বগুড়া : সারিয়াকান্দি উপজেলায় মোটরসাইকেলে ভটভটির ধাক্কায় কৃষক জাবেদ আলী প্রামাণিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের টিপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। জাবেদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগর গ্রামের মৃত আবদুস সাত্তার প্রামানিকের ছেলে। তিনি কৃষিকাজের জন্য বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে দুর্ঘটনায় পতিত হন।

পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ায় বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী মোহাম্মদ আরফাত নিহত হয়েছেন। শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আরাফাত পৌরসভার ১নং ওয়ার্ড কাগজীপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আমজুরহাট নামের এলাকা থেকে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

সিলেট : সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক রুবেল আহমেদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। রুবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকার রফিক আহমদের ছেলে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম