Logo
Logo
×

অন্যান্য

মাদারীপুরের উন্নয়নে ঋণ দিচ্ছে এডিবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১২:৫৫ এএম

মাদারীপুরের উন্নয়নে ঋণ দিচ্ছে এডিবি

মাদারীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলজসম্পদ উন্নয়ন সহায়তা দিচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য ৭ কোটি ১০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে সংস্থাটির বোর্ড।

বুধবার এডিবির ঢাকা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকের ওপর ভিত্তি করে বাংলাদেশ জলবায়ু ঝুঁকির দুর্বলতার দিক থেকে সপ্তম স্থানে রয়েছে। বাংলাদেশ চরম আবহাওয়া এবং ধীরে ধীরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে শিকার হচ্ছে। এ অবস্থায় কার্যকর অভিযোজনব্যবস্থা ছাড়া জলবায়ু পরিবর্তনশীলতায় টিকে থাকা কষ্টকর হবে। এজন্য গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষত মহিলাদের যারা জলবায়ু-সংবেদনশীল কৃষি অনুশীলন এবং তাদের জীবিকার জন্য প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। তাদের সহায়তায় এ ঋণ ব্যবহার করা হবে। কেননা ২০৫০ সালের মধ্যে কৃষি মোট দেশজ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ হারাতে পারে। ‘দক্ষিণ-পশ্চিম অঞ্চল ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম